ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট পালনের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) সারা দেশে ছাত্র ধর্মঘট আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
রবিবার (৬ এপ্রিল) বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধর্মঘট ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজা থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলতে ২০২৩ সালের অক্টোবর থেকে যে জাতিগত নিধন অভিযান চলছে তা এখন চূড়ান্ত পর্যায়ে আছে।
ইতিমধ্যে গাজা থেকে রাফাহ জনপদ পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খানইউনিস ও জাবালিয়াসহ গাজার সব জায়গা জুড়ে গণহত্যা তীব্রতর আকার ধারণ করেছে। এমনকি পশ্চিম তীরেও সমান তালে দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ ভয়াবহ আকার ধারণ করেছে।
এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা জাতিসংঘ, মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে ফিলিস্তিনিদের রক্ষায় পাশে দাঁড়াতে বাধ্য করতে এবং ইসরাইলকে সামরিক অভিযান বন্ধে করে বিচারের মুখোমুখি করাতে আগামীকাল সোমবার বিশ্বজুড়ে সকল অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে ধর্মঘট ডাকা হয়েছে।
বিপ্লবী ছাত্র পরিষদ সকল নাগরিক ও ছাত্র সমাজকে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে এ গাজা সংহতি ধর্মঘট পালনের আহ্বান জানায়। সবাই নিজ প্রতিষ্ঠানে ধর্মঘট বাস্তবায়ন করুন এবং গাজার পক্ষে মিছিল সমাবেশ করুন।
ইএ/দীপ্ত সংবাদ