গাজায় চলমান গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছেন। সোমবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর ৬ নম্বর হাটখোলা রোডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সামনের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের সামরিক সহিংসতার অবসানের দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘গাজায় শিশু ও সাধারণ মানুষ যেভাবে হত্যার শিকার হচ্ছে, তা মানবতাবিরোধী অপরাধ। এর বিরুদ্ধে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত।‘
বিশ্বব্যাপী ‘Strike for Gaza’ বা ‘গাজার জন্য ধর্মঘট’ শিরোনামে চলমান শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আজকের দিনটিকে সম্পূর্ণরূপে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মানবিক ও ন্যায়সঙ্গত অবস্থান থেকে তারা এ কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে এবং শিক্ষার্থীদের সচেতন ও মানবিক মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের অংশগ্রহণকে উৎসাহিত করছে।
উল্লেখ্য, গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষ নিহত ও আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। বিশ্বব্যাপী এ নিয়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও প্রতিবাদের ধারা অব্যাহত রয়েছে।