নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতাসহ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। এছাড়াও উপজেলা ভাইস–চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় ব্যাধি। এটি দেশের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন ব্যাহত করছে। কেবল দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ