আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে দলের ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ইসলামী শাসন কায়েম আদর্শের রাজনৈতিক দলটিতে একজন হিন্দু প্রার্থী নাম আসার খবর এখন খুলনার রাজনীতির মহলে ব্যপকভাবে আলোচিত হচ্ছে।
যদিও এর আগে খুলনা–১ আসনে সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মো. ইউসুফের নাম ঘোষণা করেছিলো জামায়াত। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা–১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণ নন্দীর নাম।
কৃষ্ণ নন্দী ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পরে জামায়াত ইসলামীতে যোগদান করেন। তিনি দলটির খুলনার ডুমুরিয়ার হিন্দু শাখার সভাপতি। জামায়াতে যোগদানের পর থেকে গত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে তার সরব উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন নন্দী।
এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণ নন্দী বলেন, যেহেতু আমি হিন্দু মানুষ, দাকোপ–বটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা। দল যদি আমাকে ঘোষণা দেয়, আমি নির্বাচন করতে চাই। দলের সেক্রেটারি চাচ্ছেন, আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী।
খুলনা–১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, ‘প্রার্থী পরিবর্তনের কোনো বার্তা আমার কাছে নেই। আমাকে দলীয়ভাবে এখনো কিছু জানায়নি। তবে আমরা যে কোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি।
এ বিষয়ে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘খুলনার ছয়টি আসনে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। খুলনা–১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবু ইউসুফ। নতুন করে কোনো আসনে কাউকে প্রার্থী করা হচ্ছে এমন কোনো তথ্য জানা নেই।
খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা–১ আসন। সনাতন ধর্মাবলম্বীদের আধিক্য থাকায় বিগত সময়ে এই আসনটি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল সবসময়। ব্যবসায়ী কৃষ্ণ নন্দী জামায়াতের হিন্দু সংগঠন জামায়াত ইসলাম সনাতনী শাখার সভাপতি। তিনি খুলনা–৫ আসনের আওতাধীন ডুমুরিয়া উপজেলার চুকনগরের বাসিন্দা। ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা–৫ আসনে জামায়াতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সে কারণে তাকে খুলনা–১ আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন উঠেছে।
দলীয় সূত্র জানায়, খুলনা–১ আসনটি হিন্দু অধ্যুষিত হওয়ায় এ আসনে হিন্দু প্রার্থী দেওয়ার প্রাথমিক আলাপ–আলোচনা চলছে। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে বেশ কিছু আসনে এবার জামায়াতের চমক থাকবে। এ আসনে বিএনপি এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি।
ইয়াসীন আরাফাত/এজে/দীপ্ত সংবাদ