খুলনার মহেশ্বপাশা শান্তিনগরের অগ্নিকাণ্ডে ঘটনায় আটটি টিনসেটের ঘর সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে সাতটি অসহায় হতদরিদ্র পরিবার নি:স্ব হয়ে গেছে। শনিবার (৬ মে) ভোর পৌনে ৪টার দিকে শান্তিনগরের ভ্যান চালক দরিদ্র মুজিবর রহমানের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে মুজিবর রহমানের দুটি ঘর সহ তার ৬টি ভাড়াটিয়ার টিনসেটের ঘর সম্পুর্ণ পুড়ে গেছে।
খবর পেয়ে দৌলতপুর থানা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সাতটি হতদরিদ্র পরিবারের ঘরের সকল মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২৫/৩০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো দাবি করেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষ্ণ নামের একজন শ্রমিক আহত হয়েছে এছাড়াও বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দাবি সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলের পৌছাতে না পারায় তারা দূরে গাড়ী রেখে পাইপের মাধ্যমে পানি নিয়ে কাজ করতে বেশ বেগ পেতে হয় তাদের।
আফ/দীপ্ত সংবাদ