বাংলাদেশ ক্রিকেটের পোষ্টারবয় সাকিব আল হাসান এবার ক্যান্সারে আক্রান্ত মানুষদের জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) বিকালে রাজধানী একটি হোটেলে দুরারোগ্য এই ব্যাধির চিকিৎসায় নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেছেন তিনি।
এই ফাউন্ডেশনের উদ্বোধনের সময় তার সাথে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার ছিল সাকিবের ৩৬তম জন্মদিন। নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে মহৎ এই কাজের উদ্যোগ নিয়েছেন তিনি।
সাকিব তাঁর বক্তব্যে ক্যানসার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করার অঙ্গীকার করলেন। তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির তাঁকে এ ব্যাপারে কতটা অনুপ্রাণিত করেছেন, জানালেন সে কথাও।
ডান হাত জানতে পারে না বা হাতে কতটা দান করেন। ক্রিকেট এবং হাসপাতাল—ক্যান্সার এই দুটি কথা একসঙ্গে উচ্চারিত হলেই যাঁর নাম প্রথমেই মনে হয়, সেই ইমরান খান এখানেও প্রেরণা।
অনু/দিপ্ত সংবাদ