প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অবমাননা দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আজ সারাদেশের সাথে সমন্বয় করে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে। তারা এক ঘন্টা পর্যন্ত সেখানে অবস্থান করে।
যদিও গত ১৪ জুলাই স্মারকলিপি প্রদানের পর ১৫ জুলাই কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। কিন্তু পরবর্তীতে বিকেলে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়।
আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা নির্বাহী বিভাগের কাছে ভরসা রেখেছিলাম কিন্তু নির্বাহী বিভাগের প্রধান আজকে যে বক্তব্যটি দিয়েছেন সেটি হতাশাজনক। তাই আমরা এই তাৎক্ষণিক কর্মসূচি পালন করছি।
উল্লেখ্য, গত ১৪ জুলাই রাবি শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে রাত ১২ টার দিকে তারা একটি মিছিল বের করে এবং ঢাকা–রাজশাহী মহাসড়ক অবরোধ করে।
আদনান/ আল / দীপ্ত সংবাদ