ভারতের কেরালায় ভূমিধসে ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অনেকেই আটকে পড়েছেন। ভূমিধসের পর বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে চার ঘণ্টার বৃষ্টিতে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ভূমিধস হয়।
রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর– এনডিটিভি
কেসিডিএমএ জানিয়েছে, ভূমিধস এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ ও কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নুর ডিফেন্স সিকিউরিটি কর্পসের দুটি ইউনিটও কাজ করছে।
বিমান বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে। কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে সাহায্য করছে।
এদিকে কংগ্রেস নেতা ও ওয়েনাডের সাবেক সংসদ সদস্য রাহুল গান্ধী এ বিপর্যয়ের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।