কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে ভারত আরও কঠিন করে তুলছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
নিজেদের ৪১ কূটনীতিককে প্রত্যাহারের একদিনের মাথায় শুক্রবার (২০ অক্টোবর) একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ভারতের এই পদক্ষেপ দুই দেশের লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। তারা কূটনীতির একটি মৌলিক নীতি লঙ্ঘন করেছে।
কূটনীতিক সরিয়ে নেয়ার সঙ্গে সঙ্গে ভারতের তিন শহরে ভিসা প্রক্রিয়াকরণ ও কনস্যুলার সেবা অস্থায়ীভাবে বাতিল করেছে কানাডা সরকার।
ভিসা পরিষেবা সীমিত করা ছাড়াও ভারতে নিজ নাগরিকদের জন্য নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে কানাডা।
এসএ/দীপ্ত নিউজ