কুড়িগ্রামের বেশিরভাগ দুর্গম চরাঞ্চলে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে চরের শিশুরা। চরগুলোতে সরকারি প্রকল্পের আওতায় বিদ্যালয় স্থাপনের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
দুধকুমার ও ফুলকুমার নদী বেষ্টিত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন। নৌকায় দামাল গ্রামের ফাঁন্দের চরে পৌঁছলে, দেখা মেলে টিনের চালার এই ঘরে গাদাগাদি করে লেখাপড়ায় ব্যস্ত শতাধিক শিশু–কিশোর।
এটি সরকারি বা বেসকারি কোনো বিদ্যালয় নয়। চরের শিক্ষার আলো বঞ্চিত শিশুদের এই পাঠশালা চালান শহিদুল ইসলাম ও শাপলা আক্তার দম্পতি।
৫ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরাই মূলত পড়ছে এই প্রতিষ্ঠানে। এই উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি প্রকল্পের আওতায় এই চরে বিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
কুড়িগ্রাম জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখা ১২শ ৪০। চরাঞ্চলে রয়েছে মাত্র ১৬৯টি।
আল/দীপ্ত সংবাদ