সম্প্রতি দীপ্ত ডিজিটাল আয়োজিত অনলাইন ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করা হয়েছে । দীপ্ত টিভি কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ট্রাভেল স্টােরি
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ২০২২ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ২০২২ শুর হয় “ট্রাভেল স্টােরি” অনলাইন ক্যাম্পেইন। ৫ অক্টোবর পর্যন্ত ট্রাভেল স্টোরি জমা নেয়া হয়। ১১ অক্টোবর পর্যন্ত সংগ্রহ করা হয় অনলাইন ভোট। প্রাথমিক যাচাই-বাছাই, বিচারকদের দেয়া নম্বর ও অনলাইন ভোটের সমন্বয়ে গত ১২ অক্টােবর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
মোট তিনজন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার। বিজয়ীদের মধ্যে ইফতেখারুল ইসলাম মুন্না ও দিবাকর সাহা দীপ পান ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট এবং জুনায়েদ আজিম চৌধুরী পান অপো এফ ২১এস প্রো স্মার্টফোন।
এ আয়োজনে সহযোগিতা করছে এসএস ইন্টারন্যাশনাল ট্রাভেলস। টেকনিক্যাল পার্টনার নুসরাটেক, হ্যান্ডসেট পার্টনার অপো বাংলাদেশ।
টি-২০ ক্রিকেট কুইজ
টি-২০ বিশ্বকাপ উপলক্ষে দীপ্ত ডিজিটাল আয়োজন করে টি-২০ ক্রিকেট কুইজের। অনলাইনে সারাদেশ থেকে বিপুল পরিমান অংশগ্রহণকারী এ আয়োজনে অংশ নেন।
হাজার হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে প্রথমে সঠিক উত্তরদাতাদের আলাদা করা হয়। সেখান থেকে লটারির মাধমে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীদের মধ্যে লিসা আখতার (01921….86) পান এয়ার টিকিট। লিনেক্স মোবাইল বিজয়ী যথাক্রমে শাহিনুর রহমান (01728….37), আমির হামজা (01765….19), জাফরিনা ইসলাম (01518….50) ও অজয় (01815….67)।
এ আয়োজনে সহযোগিতা করেন এসএস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এবং লিনেক্স মোবাইল। টাইটেল স্পনসর হিসেবে ছিলেন উত্তরা ইউনিভার্সিটি।