লা লিগার খেলায় কাদিজকে ২–০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও শক্ত করল কাতালান জায়ান্ট বার্সেলোনা। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় লা লিগার ম্যাচে মুখোমুখি হয় কাদিজ ও বার্সেলোনা। ঘরের মাঠ কাম্প ন্যুতে কাদিজের বিপক্ষে জয় লাভ করে বার্সা।
বার্সেলোনার হয়ে গোল করেন সার্জিও রবার্তো ও রবার্ট লেভানডোভস্কি। কাদিজের বিপক্ষে জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও পোক্ত করলো জাভি হার্নান্দেজের বার্সেলোনা। এ নিয়ে টানা ৭ ম্যাচ জয়ে রইলো কাতালান ক্লাবটি। অপরাজিত থাকলো টানা ১৮ ম্যাচে।
খেলার শুরুতে বার্সেলোনাকে কিছুটা চেপে ধরে কাদিজ। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ফর্মে ফিরতে শুরু করেন কাতালানরা। প্রথম গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট। ডান পায়ের শট থেকে দুর্দান্ত গোলে দলকে লিড এনে দেন সার্জিও রবার্তো।
টরেসের দেয়া ক্রসে হেড দেন রবার্তো। কাদিজ গোলকিপার জেরেমিয়াস লেদেসমা সেটি ফিরিয়ে দেন। ফিরতি বল পেয়ে ডান পায়ের শট নেন লেভানডোভস্কি। এবার ব্যর্থ হন কাদিজ গোলরক্ষক। তাতে প্রথমার্ধেই ২–০ গোলের লিড পেয়ে যায় বার্সেলোনা
দ্বিতীয়ার্ধে কয়েকবার আক্রমণ–পাল্টা আক্রমণ চললেও কোনো দল আর গোলের দেখা পায়নি। তাতে ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বার্সা।
আফ/দীপ্ত সংবাদ