ভারতে জীবিত হাতিকে উপাসনার ঐতিহ্য বেশ পুরোনো। এবার বুঝি এলো দিন বদল! জীবিত প্রাণীকে কষ্ট দেয়া ও ব্যবহার না করার উদ্যোগ হিসেবে এখন থেকে পূজায় ব্যবহৃত হবে রোবট হাতি।
কেরালার থ্রিসুর জেলার শ্রী কৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ এ অভিনব সিদ্ধান্ত নিয়েছে।
আর এই রোবট হাতি নির্মাণে অনুদান দিয়েছে পিপল ফর ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও জনপ্রিয় অভিনেত্রী পার্বতী থিরুভথু।
ভারতের আড়াই হাজার বন্দি হাতির মধ্যে এক তৃতীয়াংশের আবাস কেরালায়। এ প্রদেশে বৃহত্তম স্থলজ প্রাণীটি ধর্মীয় উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাতিকে শেকলে বেঁধে রাখা, পিঠে আরোহণ বা সাজিয়ে প্রদর্শন করা বেশ স্বাভাবিক চিত্র। তবে এমন আচরণকে অত্যাচার ও নিষ্ঠুরতা হিসেবে দেখেন প্রাণী অধিকার কর্মীরা।
সম্প্রতি প্রদেশটির মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে সেন্টার ফর রিসার্চ অন অ্যানিমেল রাইটস।
হাতির মৃত্যুহার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তারা। শুধু ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৩৮টি বন্দি হাতির মৃত্যু হয়েছে কেরালায়। মন্দির কর্তৃপক্ষকে হাতির বদলে রোবট ব্যবহারের অনুরোধ জানায় পেটা। প্রাণীদের বিরক্ত না করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। প্রশংসিতও হয়েছে প্রস্তাবটি।
নতুন এ হাতিকে সাদরে গ্রহণ করেছে কর্তৃপক্ষ। লোহার ফ্রেমে তৈরি কৃত্রিম এ হাতি ১১ ফুট লম্বা ও ৮০০ কেজি ওজনের।
শ্রী কৃষ্ণ মন্দিরের পুরোহিত রাজকুমার নামবুথিরি জানান, উপাসনার জন্য কৃত্রিম হাতিটিকে মন্দিরে দ্রুত স্থাপন করা হবে।
সূত্র:বিবিসি
এমি/দীপ্ত