কাল (২৯ জুন) ঈদ। প্রিয়জনদের সাথে ঈদ করতে ছুটছেন মানুষ। মানিকগঞ্জে শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা যাতায়াত করেন। পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারের হার কমে গেলেও ঈদ মৌসুমে তা বেড়ে যায়। ঈদযাত্রায় এ দুটি নৌরুট ব্যবহারকারী যাত্রীরা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (২৮ জুন) সকাল ৯ থেকে বেলা ১১ টার দিকে পাটুরিয়া ও আরিচা ঘাট ঘুরে দেখা গেছে, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের তেমন ভীড় নেই। কাটা গাড়ির যাত্রীদের ভীড় রয়েছে। ঘাট এলাকায় যাত্রীরা ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ফেরি পেয়ে যাচ্ছেন। তবে বৃষ্টি হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আরিচা ঘাট এলাকা ঘুরেও একই চিত্র দেখা গেছে।
ফরিদপুরগামী এক যাত্রী বলেন, বাইপাইলে একটি পোশাক কারখানায় কাজ করি। নবীনগর এলাকা ছাড়া মহাসড়কে তেমন জট নেই। ঘাটেও বিগত বছরগুলোর মকো ভোগান্তি নেই। তবে সকাল থেকে বৃষ্টিতে ভিজে গেছি।
রাজবাড়ীগামী বিলকিস আক্তার বলেন, পাটুরিয়া ঘাট এলাকায় বসার বা দাড়িয়ে থাকার পর্যাপ্ত জায়গা না থাকায় বৃষ্টিতে ভিজতে হয়েছে। এছাড়া বড় ধরনের কোন ভোগান্তি নেই।
আরেক যাত্রী সফিক বিশ্বাস বলেন, বাস থেকে নেমে প্রায় কিলোমিটার পাঁয়ে হেঁটে ঘাটে আসতে হয়। এ সময় বৃষ্টিতে ভেজা ছাড়া উপায় নেই। দাড়ানোর মতোও পর্যাপ্ত জায়গা নেই। তারপর ঈদ আনন্দে এ এতটুকু কষ্ট মনে হচ্ছে না।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গত ২৪ ঘন্টায় ২৪৭ টি ট্রিপে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৮০০ বাস, ৬৫১ টি জরুরি পণ্যবাহী ট্রাক, ২ হাজার ১৬ টি ছোট গাড়ি ও ৪ হাজার মোটর সাইকেল পার করা হয়েছে। দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটের দিকে গত ২৪ ঘন্টায় ২২৫ ট্রিপে ৬০৭ টি বাস, জরুরি পন্যবাহী ট্রাক ২১৮ টি, ছোট গাড়ি ১ হাজার চারশো ৮৬ টি ও মোটরসাইকেল ১৪৫ টি পার করা হয়েছে।
(বিআইডব্লিউটিসি) আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে পণ্যবাহী ট্রাক পারাপার পুরোপুরি বন্ধ রয়েছে। ঈদযাত্রায় ছোট গাড়ির ভীড় বেড়েছে, তবে কোন ভোগান্তি নেই । এ নৌরুটে ৬ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
(বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপপরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৪ টি স্পিডবোট যাত্রী পারাপার করছে। এছাড়া ১৫ টি লঞ্চ চলাচল করছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি লঞ্চ চলাচল করছে। ফলে যাত্রীদের কোন ভোগান্তি নেই।
(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৯ টি বড় ফেরি, ৬ টি ইউটিলিটি ফেরি ও ৩ ছোট ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ভীড় বাড়লেও পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঘাট এলাকায় কোন ভোগান্তি নেই।
জাহিদুল হক চন্দন/ আল/দীপ্ত সংবাদ