গাজা ভূখণ্ডে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক হাসান এসলাইহ। এর ফলে ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১৫ জনে।
মঙ্গলবার (১৩ মে) গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় সকালে একটি নিরাপদ চিকিৎসাকেন্দ্রে হামলা চালায়। এতে হাসান এসলাইহ নিহত হন।
নিহত হাসান এসলাইহ গাজার অন্যতম পরিচিত ফটো ও ভিডিও সাংবাদিক। তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ও স্থানীয় সংবাদ সংস্থার হয়ে কাজ করতেন। যুদ্ধকালীন সময়ে ঝুঁকি নিয়েও তিনি অব্যাহতভাবে তথ্য ও চিত্র সংগ্রহ করেছেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি যুদ্ধের ভয়াবহতা প্রচার করতেন, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল।
এদিকে সোমবার (১২ মে) একদিনেই গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস, রাফা, দেইর আল–বালাহসহ বিভিন্ন এলাকায় এই হামলা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের এক–তৃতীয়াংশই নারী ও শিশু।