১৩
গাজীপুর জেলার শ্রীপুরে ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।
এসএ