ঢাকার আশুলিয়ায় সিগারেটের ফেলা আগুন থেকে কাঠের স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায নিউ নকশী স মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৪ এর উপ সহকারী পরিচালক মো: আলাউদ্দিন বলেন, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে নিয়ন্ত্রণের কাজ শুরু করি। এসময় আমাদের ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, যেহেতু স মিলে কাঠের অনেক গুঁড়ি ছিলো তাই আগুন খুব দ্রুত ছড়িয়ে পরে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ধারণা করছি সিগারেটের আগুন থেকে আগুনের সুত্রপাত হতে পারে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমানও এখন নিরূপণ করা সম্ভব হয়নি।
এফএম/দীপ্ত সংবাদ