দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিব আল হাসানের চরম সমালোচনা করেছিলেন বিরেন্দ্র শেবাগ। সেই ম্যাচের পর সাকিবের লজ্জা বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
তার আগেই অবসর নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। তাকে বাংলাদেশের সামান্য একজন ক্রিকেটার বলে অভিহিত করেছিলেন। সেই ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের আউট হওয়ার ধরন নিয়েও সমালোচনা করেছিলেন শেবাগ। এবার সুপার এইটে ভারতের বিপক্ষে ৫০ রানে হারের পর সাবেক এই ক্রিকেটার বললেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া।
শনিবার (২৩ জুন) সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৭ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে দল যখন বিপদে, তখন ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। তার এভাবে আউট হওয়া নিয়ে শেবাগ মনে করেন, অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার করছেন না সাকিব। এমনকি সাকিবের দায়িত্ববোধ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ বলেন, “আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে, তাকে সঙ্গ দিন। উইকেট থাকার চেষ্টা করুন। সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না, এত অভিজ্ঞতা থাকার সত্ত্বেও কেন ব্যবহার করছেন না? নাকি পাত্তা দিচ্ছেন না?”
শেবাগ বলেন, “এ কারণেই আমি আগেরবার বলেছি, সাকিবের উচিত তরুণ খেলোয়াড়ের জন্য জায়গা করে দেওয়া”
আল / দীপ্ত সংবাদ