আফগানিস্তান ও পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর–পশ্চিম পাকিস্তানের ৯ জন এবং আফগানিস্তানের ৪ জন। এই ভূমিকম্পে ২ দেশের ৯৪ জন আহত হয়েছেন। আহতদের ৪৪ জন পাকিস্তানের এবং ৫০ জন আফগানিস্তানের। মঙ্গলবার (২১ মার্চ) রাতে এ ভূমিকম্প হয়।
বুধবার (২২ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান–পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের দুর্যোগ প্রশমন মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি মঙ্গলবার রাতে জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে ৪ জন নিহত হয়েছেন।
গত বছর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। ২০০৫ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৩ হাজার মানুষ নিহত হয়।
এফএম/দীপ্ত সংবাদ