ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। দলকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। যারা দলকে ছেড়ে বিদেশ চলে যায় তারা আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে শহরের ড. সেলিম আল দীন মিলনায়তনে ফেনী সদর উপজেলার ১০৮টি ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক সফল করার লক্ষে ২ দিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মহিলা আওয়ামী লীগ কাজ করলেও সমাবেশে মহিলাদের আনার ক্ষেত্রে ভূমিকা কম। ফেনী সদর উপজেলা ২২ হাজার ৫৭৩ পরিবারকে ভাতা দেয়া হয়। যে সরকার থেকে আমরা সুবিধা নিচ্ছি সে দলের লোকদের সহযোগিতা আগে করতে হবে। নৌকাকে টিকিয়ে রাখতে সবাইকে ভূমিকা রাখতে হবে। নিজাম হাজারী ফেনী সদরে যে কাজ করেছেন সেগুলো মানুষের ধারে পৌঁছে দিতে হবে। নতুনদের সুযোগ দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
ফেনী জেলা মহিলা আওয়ামীলীগ আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা।
ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিলা আক্তার মিমির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ–সভাপতি মাষ্টার আলী হায়দার, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনি, সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, জেলা যুব মহিলা লীগের সভাপতি দেল আফরোজ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি‘র নির্দেশনায় ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ও ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এই কর্মশালার অনুষ্ঠিত হচ্ছে।
আবদুল্লাহ মামুন /আল / দীপ্ত সংবাদ