আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের মার্চের সেরা হয়েছেন সাকিব আল হাসান। এই লড়াইয়ে পুরুষদের সংক্ষিপ্ত তালিকায় সাকিব ছাড়াও ছিলেন কেন উইলিয়ামসন ও আসিফ খান। তাদের পেছনে ফেলে মার্চের সেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার।
আজ ( ১২ এপ্রিল) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে সাকিবকে মাস সেরা হিসেবে ঘোষণা করে আইসিসি। মার্চে সব মিলিয়ে ১২ ম্যাচ খেলে ৩৫৩ রান ও ১৫ উইকেট নিয়ে এই পুরস্কার নিজের করে নেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।
মার্চ মাসজুড়ে পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৭১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া বল হাতেও আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ৪ উইকেট; হয়েছেন ম্যাচসেরাও। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে টাইগাররা। সেখানে অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সাকিব উইকেট পান তিন ম্যাচের সবগুলোতেই।
এর আগে ২০২১ সালের জুলাইয়েও প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন সাকিব। এরপর একই বছর অক্টোবরেও প্লেয়ার অব দ্য মান্থের দৌড়ে ছিলেন তিনি। তবে জিততে পারেননি। এদিকে মেয়েদের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন হেনরিয়েট ইশিমউই।\
আল/দীপ্ত সংবাদ