ওয়ানএমডিবি প্রকল্পের অর্থ আত্মসাতের মামলা থেকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে অব্যাহতি দিয়েছেন আদালত। শুক্রবার (৩ মার্চ) মালয়েশিয়ার হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় মালিকানাধীন ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ বা ওয়ানএমডিবি প্রকল্পে তহবিল তছরুপের কোনো প্রমাণ দিতে পারেনি প্রতিপক্ষরা।
তবে অন্য অভিযোগের শাস্তি হিসেবে কারাগারেই থাকতে হবে তাকে।
নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, ওয়ানএমডিবি প্রকল্পের যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল তা সংসদে উপস্থাপনের আগে তিনি তার ক্ষমতা ব্যবহার করে পরিবর্তন করে নেন। এই প্রতিবেদন পরিবর্তনে নাজিবকে সহায়তা করার জন্য ওয়ানএমডিবি প্রকল্পের সাবেক প্রধান অরুল কান্দা কান্দাসামিওর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। আদালতের রায়ে তাকেও খালাস দেওয়া হয়।
বিচারক মোহাম্মদ জাইনি মাজলান বলেন, ‘প্রথম অভিযুক্তকে (অরুল কান্দা) অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দ্বিতীয় অভিযুক্ত (নাজিব) তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে খালাস পেয়েছেন।’
২০০৯ সালে নাজিব মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালে ওয়ানএমডিবি প্রকল্প গঠন করা হয়। কৌঁসুলিদের দাবি, এ তহবিল থেকে চারশো কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। যা নিয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলা করা হয়। গত বছরের আগস্টে ১২ বছরের কারাদণ্ড হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের।
সূত্র: আলজাজিরা
এমি/দীপ্ত