ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়ার দুই দিন পর অবশেষে মায়ের কোলে ফিরল দুই মাস বয়সী শিশু সায়ান। বুধবার (১২ মার্চ) গাজীপুরের শ্রীপুর থেকে শিশুটিকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে শিশুটিকে ঠাকুরগাঁও সদর থানায় আনা হয়। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপহার সামগ্রীসহ শিশুটিকে স্বজনদের হাতে তুলে দেন।
শিশুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবার পুলিশ ও র্যাবকে ধন্যবাদ জানিয়েছে। শিশুটির মা হাসি বেগম বলেন, ‘পুলিশ, র্যাব, সেনাবাহিনী—কেউ ঘুমায়নি আমার সন্তানের জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।‘
ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানান, বুধবার দুপুরে র্যাব–১ (গাজীপুর) ও র্যাব–১৩ (দিনাজপুর) যৌথ অভিযানে চালিয়ে গাজীপুরের মুলাইদ গ্রাম থেকে শিশু সায়ানকে উদ্ধার করে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন– গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা সোনালী আক্তার শিরিন (২০) ও তার স্বামী মো. রাজু কবিরাজ (২২) এবং নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।
এর আগে রবিবার (৯ মার্চ) দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় সায়ানকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় হাসপাতালের সিসিটিভি ফুটেজে কালো বোরখা পরিহিত এক নারীকে শিশুটিকে চুরি করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার পরপরই শিশুর বাবা থানায় অপহরণের মামলা করেন।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তায় আমরা নিশ্চিত হই যে, শিশুটিকে গাজীপুরে নেয়া হয়েছে। দ্রুত র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয় এবং সফল অভিযানে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।‘
তিনি আরও জানান, এই অপহরণ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করা হচ্ছে।