এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে হারানোর এক দিন পরই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ফিফার সবশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।
আগের আটশো ৯৪ রেটিং পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের। ফলে নয়শো ১১ পয়েন্ট নিয়ে ১৮৩ থেকে ১৮০ স্থানে উঠে এসেছেন হামজা–জামালরা।
গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিলো বেঙ্গল টাইগার্স। আর ম্যাচ হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ছয় ধাপ। বর্তমান অবস্থান ১৪২ নম্বরে।
হালনাগাদ র্যাঙ্কিংয়ের ওপরের দিকে এক থেকে চার নম্বরে কোনো পরিবর্তন নেই। যথারীতি শীর্ষে আছে স্পেন। পরের তিনটি স্থানে আগের মতোই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড অবস্থান করছে। পাঁচে ব্রাজিল, পর্তুগাল ছয় ও নেদারল্যান্ডস রয়েছে সাত নম্বরে।
মোহাম্মদ হাসিব