রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে ২–১ ব্যবধানে হারিয়ে, কোপা দেল রে শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ।
সেভিয়ার এস্তাদিও দি অলিম্পিকোর গ্যালারিতে দর্শক নড়েচড়ে বসার আগেই এগিয়ে যায় রিয়াল। ভিনিশিয়াসের পাস থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ডের মাথায় তাদেরকে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো।
তবে এরপর একের পর এক আক্রমণেও ব্যবধান বাড়াতে পারছিলো না তারা। ওসাসুনার রক্ষণের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয়েছে বেনজেমা, ভিনিশিয়াসদের। ৫৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ওসাসুনা। অবশ্য ৭০ মিনিটে আবারো ভিনিশিয়াসের ক্রস থেকে রিয়ালকে এগিয়ে দেন রড্রিগো।
দীর্ঘ ৯ বছর পর এসে এই শিরোপার দেখা পেল তারা। সর্বশেষ ২০১৪ সালে এই শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে ২০তম বার কোপা দেল রে শিরোপায় চুমু আঁকল লস ব্লাঙ্কোজরা।
আল/দীপ্ত সংবাদ