হাঙ্গেরির দেব্রেসেনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইসরায়েলকে ৫–৪ ব্যবধানে হারিয়েছে ইতালি। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতের এ লড়াইয়ে নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার সান্দ্রো টোনালির ইনজুরি টাইমের দুর্দান্ত শট গোলে এনে দেয় ইতালিকে।
ম্যাচের শুরু থেকেই দুই দলে ছিল আক্রমণ–পাল্টা আক্রমণ। ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেলির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে বিরতির আগেই মোইস কিন সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ডর পেরেটজের গোলে আবারও এগিয়ে যায় ইসরায়েল, কিন্তু দ্রুতই কিন দ্বিতীয় গোল করে ম্যাচে ফেরান দলকে। এরপর মাত্তেও পলিতানো ও জিয়াকোমো রাসপাদোরির গোলে ৪–২ ব্যবধানে এগিয়ে যায় ইতালি।
শেষ মুহূর্তে নাটকীয় বাঁক নেয় খেলা। ৮৭ মিনিটে আলেস্সান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোল ও ৮৯ মিনিটে পেরেটজের দ্বিতীয় গোলে সমতায় ফেরে ইসরায়েল (৪–৪)। ড্রয়ের সম্ভাবনা জাগলেও যোগ করা সময়ে টোনালির নিচু শটে জালে বল জড়ালে ৫–৪ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।
গ্রুপ ‘আই’–তে এটি ছিল ইতালির জন্য গুরুত্বপূর্ণ জয়। নরওয়ে টানা চার ম্যাচ জিতে শীর্ষে থাকায় সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে টিকে থাকতে হবে আজ্জুরিদের। এর আগে টানা দুই আসরে (২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার) বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে নামবে ইতালি। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠে আবারও মুখোমুখি হবে ইসরায়েলের, ১৩ নভেম্বর খেলবে মলদোভার বিপক্ষে। ১৬ নভেম্বর সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়ের মোকাবিলা করবে তারা।