সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫

৭৫ হাজার টন সার ক্রয় করবে সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন মৌসুমে পর্যাপ্ত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার আজ দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন সার ক্রয় করা হবে, যার মোট মূল্য দাঁড়াবে ৩৯৯.৫০ কোটি টাকার বেশি।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি)এক প্রস্তাব অনুযায়ী ২০২৫২৬ অর্থবছরের ১০ম লট হিসেবে সৌদি আরবের স্যাবিক অ্যাগ্রিনিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা।

অন্য প্রস্তাবে, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ) থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) ৭ম লট হিসেবে ৩৫ হাজার টন এমওপি সার আমদানি করবে। এর চুক্তিমূল্যও ১৯৯ কোটি ৭৫ লাখ টাকা। কমিটি উভয় প্রস্তাব পর্যালোচনা করে অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ফসল উৎপাদনের ভরা মৌসুমে সার সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে এ আমদানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More