জার্মান ডিফেন্ডারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করে রায় ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। গেল শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ ব্যবধানে হারের ম্যাচে লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে বাজে আচরণ করেছিলেনর রুডিগার।
রেফারি অবশ্য তার ম্যাচ রিপোর্টে ওই ঘটনার বিষয়ে লিখেছিলেন, ‘টেকনিক্যাল এরিয়া থেকে একটা বস্তু ছুঁড়ে মারা হয়েছে, যেটা আমার গায়ে লাগেনি।’ বিবিসির কলামিস্ট ছোড়া ওই বস্তুকে ‘বরফের টুকরো’ বলে উল্লেখ করেন।
রেফারির সিদ্ধান্তে আপত্তিকরভাবে প্রতিবাদ করায় এবং বেঞ্চ থেকে মাঠের কয়েক মিটার ভেতরেও ঢুকে পড়ায় সেদিন আরও লাল কার্ড দেখেন লুকাস ভাসকেস। স্প্যানিশ এই ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে দুই ম্যাচ।
ফাইনালে শেষের বাঁশি বাজার পর উত্তপ্ত পরিস্থিতিতে রেয়ালের জুড বেলিংহ্যামকেও লাল কার্ড দিয়েছিলেন রেফারি। এই ইংলিশ মিডফিল্ডারকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে রেয়াল। আরএফইএফ বেলিংহ্যামের লাল কার্ড প্রত্যাহার করে নিয়েছে।
আল