প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে রাজধানী ম্যানিলার কাছের কোনো অঞ্চলে উৎপত্তি হয় ভূমিকম্পটি। সূত্রে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, রাজধানী থেকে ১৬০ কিলোমিটার দূরে মিন্দারো দ্বীপ ভূমিকম্পের উৎপত্তিস্থলছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এটি। ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই বড় ধরনে ক্ষতির আশঙ্কায় ম্যানিলা থেকে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র ও সহকারী সচিব বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো বলেন, ‘রেল ও বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে এখন পর্যন্ত ভূমিকম্পের বড় ধরনের প্রভাবের কোনো খবর পাওয়া যায়নি এবং আমরা আশা করছি কোনো ক্ষয়ক্ষতি হবে না।’
এসএ/দীপ্ত নিউজ