কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সাবেক ইউপি সদস্য ( মোঃ শাহ আলম মিয়া) ৫৮ বছর বয়সে এসএসসি পাশ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সোমবার (৭ আগস্ট) প্রকাশিত ফলাফলে শাহ আলম জিপিএ– ২.৪১ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
চলতি বছর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কেশমত পুনকর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ও রাজারহাট ইউনিয়ন ৩ নং ওর্য়াডের সাবেক সদস্য ছিলেন।
শাহা আলম মিয়া জানান, আমি ভালো লাগা আর শখের বসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি প্রোগ্রামে কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, আল্লাহর রহমতে পাশও করেছি। আমার ইচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তা হলো বিএ পাশ করবো।
তিনি আরও জানান, আমি এর আগে মাদ্রাসার ছাত্র ছিলাম। সংসারে অভাব অনটনের কারনে বেশি পড়াশোনা করা সম্ভব হয় নাই। অর্থাভাবে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়।
গত ট্রামে আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু সবখানে পড়ালেখার দরকার। পড়ালেখা জানা থাকলে মানুষ কোথাও আটকে থাকে না। তাই পড়াশোনা চালিয়ে যাবো।
আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জানান, আমি কাঁচামালের ব্যবসা করি। ধৈর্য, ইচ্ছে না থাকা ও বাবা–মায়ের শত চেষ্টার পরেও পড়ালেখা করি নাই। তবে আমার বাবা এসএসসি পাশ করে এবার দৃষ্টান্ত স্থাপন করলো।
কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদ আলী বলেন, মানুষের সেবা করার পাশাপাশি এ বয়সে তার লেখাপড়ার ইচ্ছা এটা খুবই প্রশংসনীয়। শিক্ষার প্রতি তার এরকম আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবে।
এসএ/দীপ্ত নিউজ