ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফেনীতে জব্দ হলো ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন। ১০ হাজার টাকা জরিমানা গুনলো ২ বিক্রেতা।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ফেনী বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় বড় বাজারের ব্যবসায়ী আবদুল হক স্টোরের মালিক মো. রাকিবকে ৫ হাজার টাকা, রহিম স্টোরের মালিক আবদুর রহিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন, পরিদর্শক শাওন শওকত, নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর হোসাইন ও জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
ফেনীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন জানান, পলিথিন বন্ধে মাসব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করার আহ্বান জানান।
আবদুল্লাহ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ