বিজ্ঞাপন
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

৫ সমঝোতা স্মারক, তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই করল বাংলাদেশ-মালয়েশিয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়া সফরের প্রথম দিন মালয়েশিয়া প্রধানমন্ত্রী কার্যালয়ে এ সব চুক্তি সই হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় (মালয়েশিয়ার সময় বেলা সাড়ে ১১টা) এক পোস্টে বিষয়টি জানানো হয়।

উচ্চশিক্ষা খাতে সহযোগিতা নিয়ে প্রথম নোট বিনিময় হয়। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

দ্বিতীয় নোট বিনিময়টি কূটনীতিকদের প্রশিক্ষণ সংক্রান্ত। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়া পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৃতীয় নোট বিনিময়টি হালাল ইকোসিস্টেমে সহযোগিতা বিষয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়া প্রধানমন্ত্রী কার্যালয়ের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে–

. প্রতিরক্ষা সহযোগিতা: এতে স্বাক্ষর করেন মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন ও বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

. এলএনজি সরবরাহ, অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামোতে সহযোগিতা: এটিতে স্বাক্ষর করেন মালয়েশিয়া ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান ও বাংলাদেশ জ্বালানি উপদেষ্টা মো. ফওজুল কবির খান।

. কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা: ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতা নিয়ে সমঝোতা হয়েছে। মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইসিস) চেয়ারম্যান দাতুক প্রফেসর ড. মোহদ ফাইজ আবদুল্লাহ ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

. প্রযুক্তি সহযোগিতা: মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি ও বাংলাদেশমালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) মধ্যে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা হয়েছে। মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফৌজি ইয়াহায়া ও বিএমসিসিআই শাব্বির আহমেদ খান এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

. বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা: মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের এফবিসিসিআই মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এনসিসিআইএম সভাপতি দাতো সেরি এন গোবালাকৃষ্ণন ও এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

এর আগে, সকাল ৯টায় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে লাল গালিচা অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More