রাজশাহীতে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে দুই বছরের শিশু। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা।
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার পাঁচ ঘণ্টা পার হলেও শিশু স্বাধীনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে, তবে দুই বছর বয়সী শিশুটি বেঁচে আছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি উদ্ধারকর্মীরা।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন। পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলতে খেলতে শিশু স্বাধীন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন সংস্থার অধীনে পরীক্ষামূলকভাবে একটি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা চলে। পরে সেটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোরিং পাইপে পড়ে যায় শিশুটি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন।