যুদ্ধবিরতির কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন শান্ত। দীর্ঘ ৪৮ দিন পর নির্ভয়ে ঘুমাল সেখানকার বাসিন্দারা।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতটি ছিল তাদের জন্য বহু কাঙ্খিত। গতকাল ২৪ নভেম্বর শুরু হয় ৪ দিনের এই যুদ্ধবিরতি।
ইসরাইলি হামলার কারণে, বাড়িঘর ছেড়ে যাওয়া উত্তর গাজার বাসিন্দারা নিজ নিজ বাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, ২৪ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস। অন্যদিকে, ৩৯ ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে তেল আবিব। বন্দি বিনিময়ের এই ঘটনায় ইসরায়েল ও ফিলিস্তিনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
যুদ্ধবিরতির প্রথম দিন চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানিবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।
এসএ/দীপ্ত নিউজ