শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

৩৬ বছরের অপেক্ষা ঘোচালো নিউজিল্যান্ড

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতের মাটিতে এর আগে নিউজিল্যান্ডের সর্বশেষ টেস্ট ম্যাচ জয়ের নজির ছিল ১৯৮৮ সালে। সফরকারী হয়ে আরেকটি জয় পেতে তাদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। যা ভারতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়।

বেঙ্গালুরু টেস্টে ১০৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের বিশাল জয় পেয়েছে কিউইরা। এর আগে ১৯৮৮ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সব মিলিয়ে ভারতীয়দের বিপক্ষে টেস্টে ৮ সিরিজ খেলে তৃতীয় জয় পেল কিউইরা।

বেঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরিতে ৪০২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এতে প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড পায় কিউইরা।

দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে ৪৬২ রান করে ভারত। ডানহাতি ব্যাটারের এই দুর্দান্ত ইনিংস কোনো কাজে লাগেনি ভারতীয়দের। ৪৬২ রান করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করার মতো লিড পায়নি রোহিত শর্মার দল। কিউইদের তারা লক্ষ্য দিতে পেরেছে মাত্র ১০৭ রানের।

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More