৩০ লাখের বেশি মানুষ এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গেছেন বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। যার বেশির ভাগই গত এক সপ্তাহে। শেষ সময়ে অনেক পণ্যের দাম নেমে এসেছে অর্ধেকে।
মঙ্গলবার পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের। তাই সোমবার শেষ মুহূর্তে বিশেষ ছাড়ে পণ্য কিনেছেন অনেকে। প্রিয়জন আর পরিবারের সদস্যদের সাথে নিয়ে অফার লুফে নিতে স্টলগুলোতে ভিড় করেন ক্রেতারা।
মেলায় পণ্য বিক্রিতে এ বছর সন্তুষ্ট বেশিরভাগ বিক্রেতা। তবে কেউ কেউ অংশ নেন শুধু প্রচার চালাতে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, গত বছরের চেয়ে এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। তবে ক্রেতা-বিক্রেতার অভিযোগ কম।
দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।