স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে ৩০ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। ১৯৯৪ সাল থেকে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে সম্পর্কে জড়ান গার্দিওলা।
২০১৪ সালে বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন সন্তানের জনক জননী গার্দিওলা–ক্রিস্টিনা। তাদের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭।
স্পোর্তের বরাতে জানানো হয়, ছোট মেয়ে ভালেন্তিনাকে নিয়ে পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করার জন্য ৫ বছর আগে বার্সেলোনায় ফিরে যান ক্রিস্টিনা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করা গার্দিওলা থেকে যান ম্যানচেস্টারেই। ফলে শেষ পাঁচ বছর আলাদাই থেকেছেন তারা। তবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও দুজনের সম্পর্ক এখনও আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ আছে।