শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

৩ হাজার সজিনা চারা রোপণ করলেন ইউপি চেয়ারম্যান

ফেনী সদর উপজেলার বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন সাড়ে তিন কিলোমিটার জুড়ে ঔষধি গাছের রাস্তায় মেঠোপথের দুই ধারে তিন হাজার সজিনা গাছের চারা রোপণ করেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে তিনি সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের শিবপুর এলাকায় চারা রোপণ করেন ।

সূত্র জানায়, রিপন চেয়ারম্যান ২০২০ সালে হতদরিদ্র প্রকল্পের অর্থায়নে সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মাণ করেন। ওই রাস্তায় অর্জুন, নিম, আমলকি, সজিনা, বাসক ও তুলশী গাছসহ বিভিন্ন ১০ প্রজাতির ১০ হাজারেরও বেশি গাছ রয়েছে। ওই রাস্তায় দুই হাজার অর্জুন গাছ, তিন হাজার সজিনা গাছ, তিনশত বাসক, পাঁচশত আমলকি ও নিমসহ অগণিত তুলশী গাছের চারা লাগান এ বৃক্ষপ্রেমী চেয়ারম্যান।

এ ধরনের উদ্যোগ স্থানীয় এলাকাবাসী, যুব সমাজের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। ইতিমধ্যে এটি পুরো জেলাতে ছড়িয়ে পড়ছে।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তৈয়ব, মনসুর উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য, তরুন উদ্যোক্তা, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার জানান, ‘সজিনার পাতা পুষ্টিগুণের আঁধার। সজিনা গাছ ৩০০ রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে। আধুনিক বিজ্ঞানেও এ ধারণাকে সমর্থন করে। সজিনার কচি পাতা সবজি হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয়। সজিনার বাকল, শিকড়, ফুল, ফল, পাতা, বীজ এমনকি এর আঠাতেও ঔষধি গুণ রয়েছে।

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More