দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ তিন দফা দাবি আদায়ে অনশন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানেই অবস্থান নিয়েছেন তারা।
এর আগে, রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অনশন শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির প্রায় সব বিভাগের শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। অনশনে অংশ নেয়া প্রায় ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপাচার্যের আশ্বাস সত্ত্বেও তাদের অনশন থামেনি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার যানবাহন ঢুকতে পারছে না। তবে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের জন্য পকেট গেট খোলা রাখা হয়েছে।
শিক্ষার্থীরা তিনটি দাবি হলো: ১. দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ২. শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা ৩. অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান।
শিক্ষার্থীদের অনড় অবস্থান এবং অনশনের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও চাপের মধ্যে রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণমাধ্যমকে জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।
তবে, অনশনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
এম/আল