২৮ থেকে ৪০তম বিসিএস থেকে নিয়োগবঞ্চিত ৭৪ জন প্রার্থীকে পদায়ন করা হয়েছে। তাদের শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে নিয়োগ দিয়ে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) তাদের নিয়োগ ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ ও ২০ আগস্ট তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে এসব প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০–৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগের কিছু শর্ত দেয়া হয়েছে।
সাফল্যে সঙ্গে প্রশিক্ষণ শেষ করে, বিভাগীয় পরীক্ষা উত্তীণ হয়ে ও শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত করার পর এসব প্রার্থীর চাকরি স্থায়ী হবে। আর পদায়নকৃত কর্মস্থলে তাদের দুই বছর কর্মরত থাকতে হবে।
পদায়ন করা ৭৪ প্রার্থীর প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন।
সুপ্তি/ দীপ্ত সংবাদ