২৮ অক্টোবর পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এ নিন্দা জানান।
তিনি বলেন, সহিংসতায় পুলিশ হত্যা, হাসপাতালে অগ্নিসংযোগ, বাস পোড়ানোসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনা মোটেই কাম্য নয়। এইসব ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি।
বিরোধীদলের নেতা–কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে মিলার কোন মন্তব্য করেননি।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
এসএ/দীপ্ত নিউজ