প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের প্রিয় মানুষ যিনি ১৮ বছর ধরে নির্বাসনে রয়েছেন, জনাব তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন।’
তিনি আরও বলেন, আজকে এই গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে পৌঁছালে সেসব বাধা দূর হয়ে যাবে।
উল্লেখ্য, তারেক রহমান ২০০৭ সালে এক–এগারো পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।
এসএ