সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ১৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন।
এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বুধবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার রায় বলেন, এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের নিয়মিত পরামর্শ ও সেবা দিচ্ছেন।
শায়লা/ দীপ্ত নিউজ