২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে থ্রিলার ও রোমান্টিক গল্পের সিনেমা ‘কাগজ’। এ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে চিত্রনায়ক মামনুন ইমন, চিত্রনায়িকা আইরিন সুলতানা ও মাইমুনা মমকে।
যাপিত জীবনের আড়ালে লুকানো অন্য এক জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কাগজ’। শুক্রবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বিকালে এক অনুষ্ঠানে চলচ্চিত্র নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন নির্মাতা ও শিল্পীরা।
একজন লেখক কীভাবে একটি দর্শন নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন, সেটিই এই চলচ্চিত্রের মূল উপজীব্য। লেখকের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। কাগজ দিয়ে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন মম। তাই একটু বাড়তি চাপ তো থাকছেই।
এরইমধ্যে প্রকাশ পেয়েছে চলচ্চিত্রটির ট্রেলার ও পোস্টার। মুক্তির পর এটি দর্শকদের কতটুকু মন জয় করতে পারে-এটাই এখন দেখার বিষয়।