মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

২২ বছর পর ভারতকে হারালো হামজা-শমিতরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২২ বছর পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জয়ের কাব্য রচনা করে বছরটা শেষ করলো হামজাশমিত সোমরা। শেখ মোরসালিনের একমাত্র গোলে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১০ গোলে হারিয়েছে লালসবুজের প্রতিনিধিরা। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

২২ বছরের জয়ের ক্ষুধা! সেই ক্ষুধা অবশেষে মেটালো বাংলাদেশ। ২০০৩ সালে সাফের সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে ভারতকে সবশেষ হারিয়েছিলো বাংলাদেশ। এবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সেই অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো হামজাশমিত সোমরা।


যদিও ম্যাচের প্রথম দশ মিনিটে দুদলই ছিলো বেশ অগোছালো। ক্রমেই খোলস ছেড়ে বেরিয়ে আসে তারা। ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। রাকিবের দারুন এক পাস থেকে বল জালে জড়ান একাদশে ফেরা শেখ মোরসালিন।


কিন্তু ৩১ মিনিটে মিতুল মার্মার ভুলে অল্পের জন্য গোল খেয়েই যাচ্ছিলো বাংলাদেশ। তবে সেই হামজাই আবারও দলের দূত হয়ে আসলেন। ভারতের নিশ্চিত গোল হেড দিয়ে ঠেকিয়ে দিলেন তিনি। ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শট চালান হামজা। তবে অল্পের জন্য তা ভারতের গোলবক্সের বাইরে দিয়ে চলে যায়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য আধিপত্য ধরে রেখে বেশ আগ্রাসী হয়ে ওঠে ভারত। বেশ কয়েকবার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল ভারতীয়রা। তবে ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ।

এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্নটা আগেই শেষ বাংলাদেশের। তবে এ জয়ে গ্রুপ পর্বে ভারতের উপরে উঠলো বাংলাদেশ। আর জিতে নিলো মর্যাদার লড়াইটা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More