প্রতিবারের মতো এবারও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। অথচ সেখানে নেই দুই ফুটবল মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম!
২০০৩ সালের পর এই প্রথম ব্যালন ডি‘অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি চলতি শতাব্দীর দুই শ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কেউ।
এবারের ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি, পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের লস ব্লাঙ্কোস তারকা জুড বেলিংহাম ও ম্যানসিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।
এছাড়া ইউরো জয়ী দানি অলমো, জার্মান ট্রেবল জয়ী ফ্লোরিয়ান উইর্টজ, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরো জয়ী রিয়ালের দানি কারভাহালরা, অবসরে যাওয়া টনি ক্রুস আছেন তালিকায়। একমাত্র গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ।
ব্যালন ডি’অরের ৩০ নমিনির তালিকা: অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আদিওলা লকমান (আটালান্টা), আলেজান্দ্রো গ্রিমাল্ডো (বায়ার লেভারকুসেন), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), বুকোয়াকা সাকা (আর্সেনাল), হাকান কাহানুগলু (ইন্টার মিলান), রদ্রি (ম্যানসিটি), ডেক্লান রিচ (আর্সেনাল), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), কোলে পালমার (চেলসি), ভিতিনহা (পিএসজি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), মার্টিন ওডেগার্ড (আর্সেনাল), দানি অলমো (বার্সেলোনা), ফ্লোরিয়ান উইর্টজ (বায়ার লেভারকুসেন), ম্যাট হামেলস (রোমা), আর্লিং হালান্ড (ম্যানসিটি), নিকোলাস উইলিয়ামস (অ্যাথলেটিকো বিলবাও), গ্রানিথ শাকা (বায়ার লেভারকুসেন), আর্টেম ডোভবিক (রোমা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), ফিল ফোডেন (ম্যানসিটি), রুবেন দিয়াজ (ম্যানসিটি), ফেদেরিক ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)।
আল/ দীপ্ত সংবাদ