২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশের নাম আগেই প্রকাশ করেছিলো ফিফা। এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ প্রকাশ করেছে ফিফা। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।
ফিফার এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামী বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল। ড্র শেষে নিশ্চিত হওয়া যাবে কে কার প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং কে কোন প্রুপে খেলবে।
এবারই প্রথম তিন দেশ মিলে আয়োজন করছে বিশ্বকাপ। ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ৪৮ দলের টুর্নামেন্ট। চারটি করে দল নিয়ে ১২ গ্রুপ হবে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে সেরা ৮ তৃতীয় দল যাবে নক আউটে।
এরই মধ্যে ১৬টি ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যু।
তিন আয়োজক দেশের সঙ্গে ১০টি দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। জাপান, নিউজিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, উজবেকিস্তান, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জর্ডান, অস্ট্রেলিয়া ও ইকুয়েডর তাদের জায়গা নিশ্চিত করেছে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে দর্শকদের জন্য টিকিট ছাড়া হবে।