২০২২ সালে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ১৯ জন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নিহত হয়েছেন ১৫ জন। মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন- আইন ও সালিশ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
বিদায়ী ২০২২ সালের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরতে, শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে আইন ও সালিশ কেন্দ্র। লালমাটিয়ায় প্রতিষ্ঠানটির কার্যলয়ে কয়েকজন কর্মকর্তা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন- বছরজুড়েই দেশে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, গণতন্ত্র সংকুচিত হলে, মানবাধিকার বাধাগ্রস্ত হয়। এ অবস্থা চলতে থাকলে, সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।
মানবাধিকার লংঘন বন্ধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র।