বাংলাদেশে সফররত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২য় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
সোমবার (৪ মার্চ) ১ম টি–টোয়েন্টিতে ৩ রানে হেরে ‘তীরে এসে তরী ডুবে‘ বাংলাদেশের। একদিন বিরতি দিযে বুধবার সিলেটে ২য় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
আরও পড়ুন: ‘তীরে এসে তরী ডুবল’ বাংলাদেশের
ম্যাচ হারলেই সিরিজ জিতে নিবে লঙ্কানরা। যে কারণে বাংলাদেশের সামনে একটা বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জের ম্যাচে অবশ্য একাদশে নাও আসতে পারে পরিবর্তন। শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে চন্ডিকা হাথুরুরসিংহের শিষ্যরা। চলুন ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুদলের সম্ভাব্য একাদশ :
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ– লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ– আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, আকিলা ধানাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
আল/ দীপ্ত সংবাদ