আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। বেলা আড়াইটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে। ৩ ম্যাচের সিরিজে ২–০ তে এগিয়ে স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড গড়া রান করেও বৃষ্টির বাধায় তার সুফল পায়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচের আগে নিজেদের প্রস্তুতির পাশাপাশি সিরিজ জয়ের জন্য সিলেটের আবহাওয়ার দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে স্বাগতিকদের।
সিরিজের শুরুতে চোখে আঘাত পাওয়া মেহেদি মিরাজকে, শেষ ম্যাচেও বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রথম দুই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করে আত্মবিশ্বাসী তামিম বাহিনী। সিলেটের বাউন্সি এই উইকেটে ব্যাটারদের ব্যাট যেভাবে হাসছে তাতে তৃতীয় ম্যাচেও জয় ছাড়া আর কিছু ভাবছে না টাইগাররা।
দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচিং স্টাফরাও। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড মনে করেন, সিলেটের বাউন্সি উইকেটে ৪০০ করা সম্ভব।
বাংলাদেশ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেন, ‘প্রথম ম্যাচে দু‘জন ৯০ রানের বেশি করেছে। দ্বিতীয় ম্যাচে দুজন করেছে ৭২ ও ৭৩ রান। মুশফিক দারুণ খেলে সেঞ্চুরি করেছে। ওই জুটিগুলো আরেকটু সময় খেলতে পারলে দলের স্কোর আরও বাড়বে।‘
ম্যাচের আগের দিন ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ডও। বাংলাদেশের কন্ডিশনে খাপ খাইয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সফরকারীরা।
আফ/দীপ্ত সংবাদ